ইরানের ওপর হামলা করায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য ইসরাইলকে দায়ী করেছে দেশটি।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিবৃতিটি প্রকাশ করে। ইরানের ওপর মার্কিন হামলাকে জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে অভিহিত করে দেশটি।
ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়ে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার এটি প্রথম মন্তব্য।
বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া ইরানের ওপর মার্কিন হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। এই হামলা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে জাতিসংঘের যে সনদ রয়েছে, তার গুরুতর লঙ্ঘন করেছে।
আন্তর্জাতিক ডেস্ক/ ২৩ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur