চাঁদপুর-১ কচুয়া সংসদীয় আসনের কচুয়া পৌর বাজারে সকল শ্রেনী-পেশার মানুষের কাছে রাষ্ট্র মেরামতে ৩১ দফার বার্তা নিয়ে ছুটে চলেছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জাতির মুক্তির সনদ। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এবং তারেক রহমানের নেতৃত্বে সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন কর্মী হিসেবে চাঁদপুর-১- কচুয়া সংসদীয় আসনের প্রতিটি নাগরিকের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দেয়া তার নৈতিক দায়িত্ব।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২২ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur