চাঁদপুর শহরের অন্যতম ব্যস্ততম সড়ক নিউট্রাক রোড বর্তমানে অল্প কিছু উন্নয়নমূলক কাজের অভাবে চরম দুর্ভোগের মুখে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে, অথচ সামান্য কিছু সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সড়কটির কিছু অংশে খানা-খন্দ, ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে এসব গর্তে পানি জমে চলাচলে মারাত্মক বাধা সৃষ্টি করছে। সাধারণ পথচারী থেকে শুরু করে চালক পর্যন্ত সবাই দুর্ভোগ পোহাচ্ছেন।
এক ব্যবসায়ী বলেন, “সামান্য মেরামতের কাজ করলেই এই দুরবস্থা দূর হতো। অথচ বছরের পর বছর ধরে আমরা শুধু প্রতিশ্রুতি শুনেই যাচ্ছি।”
চাঁদপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই সড়কের কিছু অংশে উন্নয়ন পরিকল্পনা রয়েছে। তবে বরাদ্দ ও প্রশাসনিক প্রক্রিয়ার বিলম্বের কারণে দ্রুত কাজ শুরু করা যাচ্ছে না।
স্থানীয়দের দাবি, নিউট্রাক রোডে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হোক এবং এই গুরুত্বপূর্ণ সড়কটির স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হোক। নয়তো দিন দিন ভোগান্তি বাড়বে এবং যেকোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,২২ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur