মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং আলোচনা সভার মধ্যদিয়ে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনের আয়োজনে ৮দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব -এর দ্বিতীয় দিনে অতিবাহিত হয়েছে। ২১ জুন শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুরের তিনটি সংগঠন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
বৈকালীন পর্বে আবৃত্তি পরিবেশন করে বহুবচন একাডেমির শিক্ষার্থীরা । তাদের মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশনে উপস্থিত শ্রোতারা মুগ্ধতা প্রকাশ করেন। সান্ধ্যকালীন পর্বে সংগীত পরিবেশন করে স্বদেশ সাহিত্য ও সংস্কৃতি গোষ্ঠী। সব শেষ নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গনের শিল্পীরা।
সন্ধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী এবং নতুনকুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা আ্যডভোকেট নুরুল হক কমল। প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট দ্বীপক চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী।
উৎসব পরিচালনা পরিষদের মহাসচিব এবং স্বরলিপি নাট্য দলের সভাপতি এম আর ইসলাম বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন, উৎসব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা সভাপতি আ্যডভোকেট আবুল কালাম সরকার, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এবং শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল।
বক্তারা বলেন, যারা সংস্কৃতির চর্চা করে তারা কখনোই খারাপ কাজ করতে পারে না। তাদের দ্বারা সমাজের কোন ক্ষতি হয় না। তাই আমাদের সন্তানদের সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত করতে হবে। তাদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে।
বক্তারা আরো বলেন, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন এবং সাংস্কৃতিক কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে ৮দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। আমরা আয়োজকদের ধন্যবাদ জানাই।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২১ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur