চাঁদপুরের কচুয়া উপজেলার ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী ও বিতারা ইউপি প্রশাসক মো. রাকিবুল হাসানের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো মাদ্রাসা ছাত্রী জান্নাতুল বাকি।
শুক্রবার উপজেলার খলাগাঁও গ্রামের মিজানুর রহমানের মাদ্রাসার পড়ুয়া মেয়েকে একই উপজেলার দূর্গাপুর গ্রামের বিয়ে দেয়ার প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী ও বিতারা ইউপি প্রশাসক মো. রাকিবুল হাসান কনের বাড়ীতে এসে বিয়ে আয়োজন বন্ধ করে দেন। ফলে নিশ্চিত একটি বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো মাদ্রাসা ছাত্রী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur