বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্যপদ সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার ২১ জুন বিকাল ৪ টায় ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মুনির চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়াজী, অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মোঃ কাইয়ুম মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে মুনির চৌধুরী বলেন, ২০০৯ সারা বাংলাদেশে সদস্য সংগ্রহ করা হয়েছিল। তারই প্রেক্ষিতে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড সকল কমিটির গঠন করা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন কারণে আর সদস্য সংগ্রহ করা হয় নাই। এখন আবার সারাদেশে সদস্য সংগ্রহ করার কার্যক্রম চালু হয়েছে। এর এই প্রেক্ষিতে আগামীতে সকল কমিটি গঠন করা হবে।
তিনি আরো বলেন, কোনভাবে যাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এসব সদস্য সংগ্রহ ফরম পূরণ করতে না পারে আপনাদের দৃষ্টি রাখতে হবে। আপনারা বাড়ি বাড়ি গিয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে সদস্য সংগ্রহের কাজ চালিয়ে যাবেন।
তিনি আরো বলেন, মানিক ভাই ১৫ বছর আন্দোলন সংগ্রাম মামলা হামলা জেল জুলুম খেটেছেন। তাই চাঁদপুর হাইমচর নির্বাচনী এলাকায় আমরা আর কাউকে দেখতে চাই না। মানিক ভাইকে আমরা বিপুল ভোটে নির্বাচিত করব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য ও বিষ্ণুপুর ইউনিয়নের সমন্বয়ক শাহনেওয়াজ সরকার মিলন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মহসিন খান, সদর উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক সাহআলম হাওলাদার। এছারাও উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা বিএনপির সহ – দপ্তর সম্পাদক এড. মাহমুদূর হাসান কবির, ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন মিয়াজী,বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিভিন্ন সহযোগী সংগঠন ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২১ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur