দেশে এলএনজি সরবরাহ বিঘ্ন হওয়ার কারণে চাঁদপুরে আজ সকাল থেকে গ্যাস সরবরাহ কমতে শুরু করে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদেশ থেকে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জাহাজ থেকে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম ও ঢাকা এবং তার আশপাশের জেলায় গ্যাস সরবরাহ কমে গেছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক (সংযোগ) তারিকুল ইসলাম খান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় সারা দেশে গ্যাস সরবরাহ ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এতে চট্টগ্রাম এলাকায়, গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ও ঢাকাসহ আশেপাশের জেলার গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস এলাকায় স্বল্প চাপ বিরাজ করছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে এলএনজি সরবরাহ শুরু হবে।
পেট্রোবাংলার কর্মকর্তারা বলেছেন, দেশে ৩ কোটি ৪০ লাখ ঘনফুট গ্যাসের প্রয়োজন। সেখানে দুটি এলএনজি টার্মিনালের মাধ্যমে দৈনিক ৬০ থেকে ৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল। আর ১৮০ কোটি ঘনফুট গ্যাস দেশের খনি থেকে সরবরাহ করা হচ্ছিল। এতে তীব্র গ্যাস সসংকটে পড়ে সারা দেশ। চাহিদা থেকে প্রায় ৮০ কোটি ঘনফুট কম সরবরাহ থাকায় তীব্র গ্যাস সংকটে পড়ে দেশের কল কারখানা। খোদ রাজধানীর অনেক বাসাবাড়িতে গ্যাসের চুলাঢ চাপ না থাকায় রান্নার কাজ ব্যহত হয়। এর মধ্যে ৭০ কোটি ঘনফুট সরবরাহ কমে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৯ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur