Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / গণঅভ্যুত্থানের অর্জিত বিজয় ধরে রেখে শহীদ জিয়ার আদর্শে পথ চলতে হবে : সাবেক এমপি হারুনুর রশিদ
farid====

গণঅভ্যুত্থানের অর্জিত বিজয় ধরে রেখে শহীদ জিয়ার আদর্শে পথ চলতে হবে : সাবেক এমপি হারুনুর রশিদ

গণঅভ্যুত্থানে যে বিজয় এসেছে তা ধরে রেখে শহীদ জিয়ার আদর্শ ও নীতি মেনে সবাইকে সামনে এগোতে হব বলে উল্লেখ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো.হারুনুর রশিদ।

মঙ্গলবার ১৭ জুন বিকালে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হারুনুর রশিদ আরো বলেন,“আপোসহীন নেতা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের নেতা তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে সকল ষড়যন্ত্র উপেক্ষা করেও বিএনপি সামনে এগোচ্ছে।”

তিনি আরও বলেন,“নানাভাবে আমাদেরকে ঘরোয়া ও বাইরে হেনস্তা করার চেষ্টা হয়েছে। এর পরও ওয়ার্ড ও ইউনিয়ন পর্যন্ত বিএনপির নেতা–কর্মীরা নির্যাতন সহ্য করেও রাজপথে রয়েছে এবং সাধারণ মানুষের পাশে রয়েছে।”

সাবেক সংসদ সদস্য বলেন,“আমরা অনেক ধৈর্য ধরেছি—সুসময়ও এসেছে। মনে রাখতে হবে যে,অপেক্ষার ফল ভালো হয়। ফরিদগঞ্জের সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগে জনগণের ভালোবাসা পেয়েছি বলেই তাদের সাথে ছিলাম,আছি ও থাকিব।”

সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির কাজীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহিবুবর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর,সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু,পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী,জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান,সোহেল খান, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী,মো.আলী মৃৃধা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্মআহ্বায়ক হারুন পাঠান,পৌর যুবদল নেতা শাওন পাঠান, উপজেলা ছাত্রদল নেতা মনির হোসেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম খান, যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম মিন্টু, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু তাহের খাঁন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. মহসিন হাসান খাঁন রাব্বি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুহুল আমিন খাঁন স্বপন, সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন তালুকদার, সাংগঠনিক মো. আবুল হোসেন প্রমুখ।

শিমুল হাছান
১৭ জুন ২০২৫
এজি