চাঁদপুরের শাহরাস্তিতে অভিমানে দাখিল পড়ুয়া বিয়ের কথা শুনে এক পরীক্ষার্থী আত্মহন করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউপির চন্ডিপুর গ্রামের ৩নং ওয়ার্ডের আশকর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা, নিহতের পরিবার সুত্র জানায়, উপজেলার আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী বিল্লাল হোসেনের মেয়ে নুসরাত জাহান বিথী (১৬) দাখিল পরীক্ষার্থী ছিলেন। ওইদিন বিথী
অন্যদিনের মতো দুপুরের খাবার খেয়ে সে তার কক্ষে ঘুমাতে যায়। এক পর্যায়ে পরিবারের স্বজনরা তার সাড়া শব্দ না পেয়ে ঘরের উত্তর পাশের ভেন্টিলেটর ফাঁক করে তাকে (বীথিকে) ওড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁশ দেওয়া অবসায় ঝুলে থাকতে দেখেন পরে স্বজনদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিষয়টি পুলিশকে অবহিত করলে শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ তাকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। রবিবার পুলিশ তার সুরতলহাল সংগ্রহ শেষে মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালে প্রেরন করে।
জানাযায় গত শনিবার বরযাত্রী তাকে দেখতে এসে বিবাহ হওয়ার কথা এলাকায় ছড়িয়ে পড়েছে, অনেকে বলছেন, তাকে লেখাপড়ার জন্য অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল। এবিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১৬ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur