যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৫৫ হাজার ১০৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১ লাখ ২৭ হাজার ৩৯৪ জন। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বা চিকিৎসা সেবার নাগালের বাইরে থাকা আরো বহু মানুষের নিহতের আশঙ্কা করা হচ্ছে।
গত ২০ মাসে ইসরাইলি অব্যাহত আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে। যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। বুধবার (১১ জুন) হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৫৫ হাজার ১০৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১ লাখ ২৭ হাজার ৩৯৪ জন। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বা চিকিৎসা সেবার নাগালের বাইরে থাকা আরো বহু মানুষের নিহতের আশঙ্কা করা হচ্ছে।
যদিও ইসরাইল এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, হামাস যোদ্ধাদের নিশানা করে তারা হামলা চালাচ্ছে। এমনকি বেসামরিক প্রাণহানির জন্যও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটিকে দায়ী করছে তারা। হামাস ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে লুকিয়ে থাকে বলে অভিযোগ তাদের।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের সীমানায় স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এতে তাদের ১ হাজার ২০০ জন বেসামরিক ইসরাইলি নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরাইল।
সেইসাথে আরো ২৫১ জন ইসরাইলি নাগরিককে অপহরণ করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। তারপর থেকেই বন্দীদের মুক্তির অজুহাতে গাজায় হামলা শুরু করে ইসরাইল। চলতি বছরের ১৮ মার্চ যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনীর হামলায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে আরো লাখো মানুষ। সূত্র : এপি/ইউএনবি
১৫ জুন ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur