মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। টানা পাল্টাপাল্টি হামলায় একদিনে প্রাণ হারিয়েছে অন্তত ৬৭ জন। নিহতদের মধ্যে ইরানের ৬০ জন এবং ইসরায়েলের ৭ জন নাগরিক রয়েছে।
আলজাজিরা, বিবিসি, দ্য টাইমস অব ইসরায়েলসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক ভবন কমপ্লেক্সে ইসরায়েলের চালানো বিমান হামলায় ৬০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ২০ শিশু রয়েছে। ইসরায়েলের তৃতীয় দফা এই হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
অন্যদিকে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে এক সামরিক কুচকাওয়াজে কঠোর বার্তা দিয়ে বলেন, “আমাদের শত্রুরা সাবধান থাকুক,”—যা ইরানের প্রতি হুমকি হিসেবেই দেখা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন,যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান পাঠানো শুরু করেছে।
এদিকে এপি নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী,ইরাকের আইন আল-আসাদ বিমানঘাঁটির দিকে ছোড়া তিনটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন সেনারা। ওই ঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করলেও কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তবে আরও বড় প্রতিশোধমূলক হামলা চালানো হবে।
পাকিস্তান ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্ব মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পার্লামেন্টে বলেন,”মুসলিম দেশগুলো যদি এখন ঐক্যবদ্ধ না হয়, তবে প্রত্যেককে একই পরিণতির শিকার হতে হবে।”
ইরান মাত্র এক ঘণ্টায় ইসরায়েলের ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে ইসরায়েল এই দাবি অস্বীকার করেছে। সূত্র: আলজাজিরা
১৫ জুন ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur