কুমিল্লায় চারজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। একজন নারী চিকিৎসক এবং তিনজন পুরুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত তিনদিনে তারা আক্রান্ত হন।
শনিবার রাত ১০টার দিকে কুমিল্লার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আলী নূর বশির বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বঙ্গপুসকুরুনী এলাকার এক বৃদ্ধ (৭০), নগরীর উজিরদিঘির পার এলাকার এক নারী (৩০), জেলার বুড়িচং উপজেলার এক পুরুষ (৩৮) এবং আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকার এক পুরুষ (৩৯) করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন ডা. আলী নূর বশির বলেন, গত তিন দিনে কুমিল্লায় ১৩ জন রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা শেষে তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি এক রোগী নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, এখন থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৫ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur