ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর আগামীকাল রোববার ১৫ জুন থেকে খুলছে অফিস-আদালত। ১০ দিনের টানা ছুটি শেষে রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছেন দেশের নানা প্রান্তে ছুটিতে যাওয়া লাখো কর্মজীবী মানুষ। রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল এবং বাসস্ট্যান্ডে ফিরতি যাত্রার চেনা চিত্র এখন স্পষ্ট।
সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায়, বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনে যাত্রীর উপচে পড়া ভিড় ছিল। প্রতিটি ট্রেনই যাত্রীতে ঠাসা। কেউ এসেছে সপরিবার, কেউ একা। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় অনেককে আজও ঢাকা ছাড়তে দেখা গেছে। তাদের সংখ্যাও কম নয়। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ।
এদিকে,ভোর থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর ফলে সদরঘাট এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। তাঁতিবাজার মোড় থেকে লঞ্চ টার্মিনাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে আটকে আছে অসংখ্য যানবাহন। প্রতিটি গাড়িতে যাত্রীতে ঠাসা। লঞ্চ থেকে নেমে বাসে উঠতে না পেরে অনেকে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
১৪ জুন ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur