ঈদুল আজহার দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে মানুষ। রোববার থেকে খুলছে সরকারি অফিস-আদালত। এজন্য শনিবার সকালে সদরঘাটে ছিলো মানুষের উপচে পড়া ভিড়। এছাড়া রাজধানীর বিভিন্ন টার্মিনালে ঢাকা ফেরা মানুষের ভিড় দেখা গেছে।
ঢাকায় ফেরা যাত্রীদের অভিযোগ, মানুষের ভিড়ে ৪ থেকে ৫ গুণ বাড়তি ভাড়া আদায় করেছে গণপরিবহনগুলো। ঢাকায় ফিরে পরিবহন সংকটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে সাধারণ মানুষদের।
কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীর উপচে পড়া ভিড় ছিল। কেউ একা, কেউ এসেছে সপরিবার। তবে গত দুই দিনের তুলনায় শনিবার যাত্রীদের ঢাকায় ফেরার একটু বেশি ছিল।
রাজধানীর সায়েদাবাদে সারি সারি দূর-পাল্লার বাস ঢাকায় ঢুকছে। প্রতিটি বাসেই যাত্রীতে ভরা। সবাই বাস থেকে নামার পর স্বস্তি প্রকাশ করছেন। তবে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে কমবেশি সবাইকে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৪ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur