চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে সালেহা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সৈয়দপুর কাজী বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালেহা আক্তার সৈয়দপুর গ্রমের কাজী আলআমিন হোসেনের কন্যা।
স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, শিশু সালেহা আক্তার বাড়ির অন্যান্য শিশুর সাথে খেলতে গিয়ে সকলের অগোচরে বাড়ি সংলগ্ন দক্ষিণ পাশে একটি পুকুরে আকস্মিকভাবে পড়ে যায়। খোঁজখুজির এক পর্যায়ে নিহতের লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় নিহতের স্বজন ও এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur