ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর অতর্কিত হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করা হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে সাচার বাজারে এ বিক্ষোভ মিছিল করা হয়। এসময় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-গণমাধ্যম বিষয়ক সম্পাদক এনায়েত হাসিব, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি নুরুল হুদা ভূঁইয়া, সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, যুব অধিকার পরিষদ নেতা সালাউদ্দিন, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবু সাইদ চৌধুরী, সাধারন সম্পাদক শাহিন আলম মাহিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৩ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur