চাঁদপুরে এক দিনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ২শ ৩৭টি যানবাহন থেকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
১১ জুন বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের প্রধান সড়কে তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেল, ছোট, মাঝারি ও বড় আকারের যানবাহন থেকে এসব জরিমানার অর্থ আদায় করা হয়।
চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. মোহাম্মদ জাবিদ হাসান জানান, ফিটনেস, লাইসেন্স এবং হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল ও যানবাহন চালনার অভিযোগে ২ শ ৩৭টি যানবাহন থেকে নগদ ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুধু তাই নয়, বেপরোয়া গতিতে যানবাহন চালনার কারণে চালকদের জরিমানার অর্থ গুনতে হয়।
তিনি আরো জানান, কেবলমাত্র জীবনের নিরাপদ ও দুর্ঘটনা এড়াতে চাঁদপুরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কের কয়েকটি জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়। আগামীদিনেও একই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনীর দায়িত্বশীল এই কর্মকর্তা।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীকে এসব কাজে সহযোগিতা দিয়েছে চাঁদপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
স্টাফ করেসপন্ডেট, ১২ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur