চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঈদুল আজহার দিনে ইমন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৭ জুন) দিকে উপজেলার ছেংগারচর পৌরসভার ডোনেরকান্দি গ্রামে তার বাড়ির ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ।
নিহত ইমন উপজেলার ছেংগারচর পৌরসভার ৯নং ওয়ার্ড এমএমকান্দি (ডোনেরকান্দি) গ্রামের বাদলের ছেলে।
স্থানীয়রা ও পরিবার জানান, প্রায় তিন মাস আগে ইমন নিজের পছন্দে ভালোবেসে বিয়ে করেছিলেন। কিন্তু সে মাদকাসক্ত হওয়ার কারণে তার শ্বশুর-শাশুড়ি কৌশলে মেয়েকে অন্যত্র নিয়ে গিয়ে পুনরায় বিয়ে দেন। এই ঘটনায় চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন ইমন। ঈদের দিন সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তি ও প্রেম-ভঙ্গের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে এই চরম সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করছেন অনেকেই।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক,৮ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur