চাঁদপুরে মরহুম মোঃ ফজলুর রহমান হাওলাদার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ -এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন বৃহস্পতিবার বিকেলে শহরের কোড়ালিয়া নদীর পাড় বালুর মাঠে এ আয়োজন করা হয়। ফাইনাল খেলায় ট্রাইবেকারে কোড়ালিয়া একাদশ ৩-১ গোলে জিয়া জিএম টাওয়ার একাদশকে পরাজিত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন।
তিনি বলেন, কোড়ালিয়া এলাকার যুব সমাজ চমৎকার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। যা দেখে আমি মুগ্ধ হয়েছি। বিগত দিনগুলোতে চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকার নামে মারামারি এবং মাদক নিয়ে দুর্নাম ছিল। আমি বিশ্বাস করি, তোমাদের মাধ্যমে এই ধরনের আয়োজনে সেই দুর্নাম একদিন মুছে যাবে। এই এলাকার তরুণরা শিক্ষা, ক্রীড়া এবং সামাজিক কাজে আলো ছড়াবে।
তিনি আরো বলেন, এখন থেকে আমরা সবাই মিলে এই এলাকায় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। তোমাদের কারো যদি টাকার জন্য লেখাপড়া করতে সমস্যা হয়, তাহলে আমাকে জানাবে। টাকার জন্য কারো লেখাপড়া বন্ধ হতে দেওয়া যাবে না। তোমরা যদি ভালো খেলোয়াড় হতে চাও, প্রয়োজনে সেই খরচ আমি বহন করব। তবুও তোমরা সবাই ভালো মানুষ হবে। যাতে করে আমরা তোমাদের নিয়ে গর্ব করতে পারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাদাত হাওলাদার, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্য, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজি, জেলা যুবদলের সদস্য দেওয়ান মোঃ জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফয়সাল খলিফা, ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কালু রাড়ী, সাধারণ সম্পাদক শাহাদাত খান।
টুর্নামেন্টে চাঁদপুর শহরের ৮টি দল অংশ নেয়। ফাইনাল খেলা ও পুরস্কার অনুষ্ঠানে টুর্নামেন্ট আয়োজক কমিটির সকল সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৫ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur