চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার কার্যক্রম শুরুর দেড় বছর অতিবাহিত হলেও জনবল সংকটে চরম ভোগান্তির শিকার হয় পৌরবাসী।৪ জুন ( বুধবার) বিভিন্ন পৌরসভা থেকে নারায়ণপুর পৌরসভায় বিভিন্ন পদে ৫ জন যোগদান করেছেন। তারা হলেন, সহকারী কর আদায়কারী পদে মাহমুদ হাসান জুয়েল ( পূর্ব কর্মস্থল মতলব পৌরসভা),কর নির্ধারক পদে মোঃ গিয়াস উদ্দিন ( পূর্ব কর্মস্থল ফরিদগঞ্জ), উচ্চমান সহকারী পদে মোঃ রিয়াজ উদ্দিন ( পূর্ব কর্মস্থল চাঁদপুর পৌরসভা),অফিস সহায়ক পদে মোঃ শাহজাহান প্রধানীয়া ( পূর্ব কর্মস্থল চাঁদপুর পৌরসভা) এবং মালী পদে মোঃ মুক্তার আলী ( পূর্ব কর্মস্থল চাঁদপুর পৌরসভা) ।
মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নারায়ণপুর পৌরসভার প্রশাসক জাবেদ হোসেন চৌধুরীর নিকট বুধবার সকালে বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ যোগদান করেন। নারায়ণপুর পৌরসভার প্রশাসক জাবেদ হোসেন চৌধুরী বলেন, নারায়ণপুর পৌরসভার কার্যক্রম দীর্ঘ প্রায় দেড় বছর যাবত চালু হলেও কোন জনবল ছিল না। জনবল সংকটের কারণে পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিল ওই পৌরসভা জনগণ। শূণ্য পদগুলোর জন্য জনবলের চাহিদা চেয়ে চাঁদপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভাগে অবহিত করা হলে পৌরসভা থেকে আপাতত ৫ পদে ৫ জনকে নিয়োগ দেয়া হয়।
ছবিঃ নারায়ণপুর পৌরসভায় বিভিন্ন পদে ৫ জন যোগদান করেন এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন সবাইকে বরণ করে নেন।
সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর পৌরসভা নির্বাহী কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সাইফুর রহমান।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৪ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur