Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর ৮ প্রতিবন্ধীর পাশে ইউএনও
চাঁদপুর টাইমসে

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর ৮ প্রতিবন্ধীর পাশে ইউএনও

চাঁদপুরের কচুয়ার মেঘদাইর গ্রামে একই পরিবারে জন্ম নেওয়া কেউ বাক প্রতিবন্ধী ও কেউবা শারিরিক প্রতিবন্ধী বিভিন্ন বয়সী ৮ জন প্রতিবন্ধী নিয়ে বিভিন্ন পত্রিকায় ও চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর অবশেষে ওই পরিবারের পাশে দাঁড়ালেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।

আরও পড়ুন…. কচুয়ায় এক পরিবারের ৮ জন প্রতিবন্ধীর মানবেতর জীবন-যাপন

তিনি মঙ্গলবার দুপুরে কচুয়া উপজেলার মেঘদাইর নয়াপাড়া গ্রামে বাক প্রতিবন্ধী আবুল হাশেম ও তার মেয়ের জামাতা শারীরিক প্রতিবন্ধি মহিউদ্দিনের বাড়ীতে গিয়ে তাদের পরিবারের সার্বিক খোঁজ খবর নেন।

এ সময় তিনি (ইউএনও) শারীরিক প্রতিবন্ধী মহিউদ্দিনের প্রতিবন্ধি মেয়ের হাটা চলার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন এবং কাজ কর্ম করতে অক্ষম যুবক মহিউদ্দিনকে নিজ গ্রামে ক্ষুদ্র দোকান পরিচালনার মাধ্যমে জীবন নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এদিকে প্রতিবন্ধি আবুল কাশেমের পরিবার নিয়ে সংবাদ প্রকাশের পর কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী ওই প্রতিবন্ধী অসহায় পরিবারটির পাশে মানবিক খোঁজ খবর নেয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অসহায় পরিবারসহ এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমদে নান্নু, ৪ জুন ২০২৫