টানা দুই দিনের বৃষ্টিপাতের ফলে এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গোমতীর পানির উচ্চতা বাড়ছিলো। এই দুইদিন ক্রমান্বয়ে পানি বৃদ্ধি পেতে থাকায় গোমতীর দুই তীরের অধিবাসীদের মধে চরম উৎকণ্ঠা দেখা দেয়।
তবে, পানি উন্নয়ন বোর্ড এর বরাত দিয়ে জেলা প্রশাসনের দেয়া তথ্যানুযায়ী আজ সকাল ৯টা নাগাদ পানির স্তর ঊর্ধ্বমুখি হলেও দুপুর ১২টার পর থেকে তা নিম্নগামী।
কুমিল্লা জেলা প্রশাসনের এনডিসি ফরিদুল ইসলাম জানান,সকাল ৬টায় পানির উচ্চতা ৭ দশমিক ৩৯ মিটার থেকে বেড়ে সকাল ৯টায় তা ৭ দশিমিক ৫৮ মিটারে উত্তীর্ণ হয়।
বিকেল ৩টার দিকে তা নেমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৭ মিটারে।
বিকেল থেকে গোমতীর পানি কিছুটা কমছে।
অর্থাৎ গোমতী নদীর পানির বিপদ সীমার ৩ দশমিক ৮৩ মিটার বা ১২ দশমিক ৫৭ ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
গোমতীর দুই তীরের বাসিন্দাদের আতংকিত না হবার আহবান জানিয়েছে জেলা প্রশাসন।
জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা মহানগর: ৩১ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur