ঐতিহ্যবাহী মতলব জগবন্ধু বিশ্বনাথ ( জে.বি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাভেদ হোসেন। ৩০ মে( শুক্রবার) দুপুরে সদ্য অবসরপ্রাপ্ত বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনজিল হোসেন নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাভেদ হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেন।তিনি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( ইংরেজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে দায়িত্ব পেয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম পাটোয়ারী। এর আগে মোঃ মনজিল হোসেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ১০ ডিসেম্বর ২০২৪ থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন।
জাভেদ হোসেন বিগত ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারী ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।তার গ্রামের বাড়ী মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার রসুলপুরে।পারিবারিক জীবনে স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক এবং সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিকতা ও দোয়া কামনা করেছেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩০ মে ২০২৫
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur