চাঁদপুরের ফরিদগঞ্জে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শুক্রবার ৩০ মে বিকেল ৪টায় উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ও কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের নির্দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪৪ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ও উপজেলার সাবেক ছাত্রনেতা ও জেলা-উপজেলা যুবদল নেতা সাংবাদিক সোহেল হোসেন খান, উপজেলা বিএনপির নেতা সেলিম হোসেন পাটওয়ারি, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, ইউনিয়ন সেচ্ছাদল নেতা আব্দুল কাদের, বিএনপির নেতা ইব্রাহিম খান মিলন, আনোয়ার পাটাওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, নাচির হোসেন, ছাত্রদল নেতা হাছান আল মামুন, শাহীন খান, রিয়াদ হোসেন, রুবেল হোসেন ও বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর সুস্থতা ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩০ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur