গভীর নিন্মচাপের কারণে চাঁদপুর থেকে নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় বন্দর কর্মকর্তা বছির আলী খান জানান, দক্ষিণে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিন্মচাপের কারণে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত জারি করা হয়েছে। তাই নৌপথে দুর্ঘটনা এড়াতে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
তিনি আরো জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদেশটি কার্যকর থাকবে।
এদিকে, বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় চাঁদপুরে দমকা বাতাস এবং ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে পদ্মা ও মেঘনা নদীর উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে চাঁদপুর-শরীয়তপুর ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, পদ্মা ও মেঘনা উত্তাল হয়ে পড়ায় এই দুই নদীতে মাছ ধরায় নিয়োজিত জেলে নৌকাগুলো তীরে ভিড়েছে।
দিনভর ভারি বৃষ্টিপাতে জনজীবন অনেকটা বিপর্যয় হয়ে পড়েছে। আসন্ন কোরবানির পশুর হাটও ঝিমিয়ে পড়েছে। কিছু বেপারী ও খামারের মালিকর কোরবানি পশু হাটে নিয়ে গেলেও সেখানে ক্রেতা শূন্য।
স্টাফ করেসপন্ডেট, ২৯ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur