কুমিল্লা-চাঁদপুর সীমান্ত এলাকায় মুদাফরগঞ্জ থেকে অফিস চিতোষী (ভায়া বেরনাইয়া) বাজার সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাচালকদের ভাড়াব্যবস্থায় দীর্ঘদিন ধরেই চরম অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে। বিশেষ করে মাগরিবের নামাজের পর থেকে রাত গভীর হওয়া পর্যন্ত ইচ্ছেমতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে চালকদের বিরুদ্ধে।
স্থানীয় যাত্রীদের অভিযোগ, এই রুটে কোনো নির্ধারিত ভাড়ার তালিকা নেই। ফলে চালকরা যাত্রীদের কাছ থেকে নিজেদের খুশিমতো ভাড়া দাবি করে থাকেন। রাত যত বাড়ে, ভাড়াও তত বাড়তে থাকে। ‘লাইনের গাড়ি’ ছাড়া বিকল্প কোনো যানবাহন না থাকায় যাত্রীরা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
এই সড়কে একচেটিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং নারী যাত্রীরা। অনেক সময় গন্তব্যে পৌঁছাতে না পারার কারণে পড়তে হয় নানা দুর্ভোগে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন বা সড়ক পরিবহন কর্তৃপক্ষ।
তাদের দাবি, দ্রুত এই রুটে নির্ধারিত ভাড়ার তালিকা প্রণয়ন, মনিটরিং ব্যবস্থার চালু এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সিএনজি ভাড়া, চালকদের নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী যাত্রীরা।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৯ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur