মিরপুর ক্যাডট মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪-এর সনদ ও সম্মাননা বিতরণ করা হয়েছে। ২৫ মে রোববার বিকেলে মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব মোঃ জাকির হোসেন কামাল।
তিনি বলেন, ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া খুব জরুরি। আমাদের সমাজে ভালো মানুষের বড্ড অভাব রয়েছে। জীবনে ভালো মানুষ হতে না পারলে ভালো শিক্ষার্থী হলে সেটি কোন কাজে আসবেনা। চাঁদপুরের মধ্যে মতলব একটি আলোকিত উপজেলা। এই এলাকার অনেক সূর্য সন্তান তাদের জীবন ও কর্মের আলোয় বাংলাদেশকে আলোকিত করেছে। তোমরা ভালো মানুষ হয়ে বাংলাদেশের বুকে চাঁদপুরকে আলোকিত জেলায় হিসেবে গড়ে তুলবে।
চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উপদেষ্টা দুলাল গোস্বামীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব কচিকাঁচা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফারুক আহমেদ বাদল, ১১১ নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলি আক্তার, ফয়সাল আহাম্মেদ তারেক, ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান স্যার।
অনুষ্ঠানে মিরপুর ক্যাডট মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া মেধা ক্রমে ১১ জন, ট্যালেন্টপুলে ২৭ জন, সাধারণ গ্রেডে ২৯ জন, স্পেশাল গ্রেডে ২৫ জনসহ মোট ৯২ জন শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের সহকারী শিক্ষক নাজনীন নাহার, কাকলি দাস, নুসরাত জাহান, রনি, সাংবাদিক ও লেখক আশিক বিন রহিম এবং রিমঝিম শীল।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৫ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur