‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য নিয়ে মতলব দক্ষিণ উপজেলায় তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ উদ্বোধন ও সচেতনতামূলক সভা করা হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ১০ টায় মতলব দক্ষিণ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ভুমি অফিসের সামনে এসে সমাপ্তি হয়।
র্্যালী শেষে ভুমি অফিসের সভাকক্ষে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী। এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ। উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধর,সার্ভেয়ার মোঃ জাহাঙ্গীর আলম, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মতলব পৌর ভুমি সহকারী কর্মকর্তা মুয়াজ্জেম হোসেন প্রমুখ আলোচনার শুরুতে প্রজেক্টরের মাধ্যমে ঘরে বসে ভুমি সেবা গ্রহনের বাস্তব চিত্র তুলে ধরা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী জানান, বর্তমান সরকার স্মার্ট সিটিজেন এবং স্মার্ট সোসাইটি গঠনকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। সে জন্য স্মার্ট ভূমিসেবা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই জনগণকে উন্নত এবং স্মার্ট সেবা দিতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে এ আয়োজন করা হয়েছে। বিগত সময়ের চেয়ে ভূমি সেবা বহুগুণে আধুনিক হয়েছে। ফলে সাধারণ মানুষকে ভূমি সেবা পেতে এখন আর বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। নিজে মোবাইলের মাধ্যমে ঘরে বসে সবধরনের সেবা পেতে পারবেন। তিন দিনব্যাপী এ মেলায় আরও বেশি উন্নত সেবার প্রত্যয় ব্যক্ত করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৫ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur