চাঁদপুরের শাহরাস্তিতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।
২২ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেহের স্টেশনে মেসার্স রায়হান স্টোরে এ হামলা করা হয়।
মেসার্স রায়হান স্টোরের স্বত্বাধিকারী মো. সোলেমান রায়হান জানান, আমার বিরুদ্ধে কটাক্ষ করে কিছুদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয় নূর আলম নামে এক ব্যক্তি। সেখানে উপজেলার পৌর ২নং ওয়ার্ডের বাদিয়া গ্রামের কাজী বাড়ির নজরুল ইসলাম মানিকের ছেলে মো. শান্ত বিদেশ থেকে কিছু বিরূপ মন্তব্য করে। মো. শান্ত দেশে আসলে আজ বিকেলে তাকে জিজ্ঞেস করি। সে কিছু না বলে বাড়ি চলে যায়। পরে তার বাবা নজরুল ইসলাম মানিক ও তার চাচা আওয়ামী লীগ নেতা ইমান হোসেন কাশগরীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা আমার প্রতিষ্ঠান মেসার্স রায়হান স্টোরে হামলা করে ভাঙচুর করে ও দোকানের মালামাল ছড়িয়ে ছিটিয়ে ফেলে এবং আমাকে হুমকি প্রদান করে।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শাহরাস্তি মডেল থানার ওসি মো. আবুল বাসার জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’
নিজস্ব প্রতিবেদক, ২৩ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur