চাঁদপুরে ‘রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা শাখার আয়োজিত এ গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সুজন জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বৈঠকে বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ কুমার সরকার।
এ সময় উন্মুক্ত বৈঠকে বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি জহির উদ্দিন বাবর,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেহেদী, চাঁদপুর কোর্টের অতিরিক্ত পিপি অ্যাড. শাহজাহান খান, পাল্টি পার্টি এডভোকেসির সভাপতি মুনির চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, লিগ্যাল এইড ফাউন্ডেশনের সভাপতি শাহ আলম পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, রিয়াদ ফেরদৌস, আয়কর আইনজীবী আব্দুল্লাহ আল ফারুক, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহমেদ মিন্টু, সাংস্কৃতিক কর্মী অনিমা সেন চৌধুরী, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সুজন জেলার সদস্য সালাউদ্দিন আহমেদ।
সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ সরকার বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা নির্ধারণে সুজন দেশব্যাপী নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছে। ভবিষ্যতের রাষ্ট্র গঠনে জাতীয় ঐকমত্য গঠনই এখন সময়ের দাবি। দেশজুড়ে নাগরিক মতামতের ভিত্তিতে প্রাপ্ত তথ্য ‘নাগরিক ভাবনা’ নামে ঐক্যমত কমিশনে জমা দেওয়া হবে এবং এই প্রয়াসে সবার সহযোগিতা কাম্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারে দেশের প্রত্যেক নাগরিককে এক হতে হবে। আগে নিজেকে সংস্কার করতে হবে। নাগরিকদের প্রত্যাশার ভিত্তিতে সব ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে তা টেকসই হবে। দেশের প্রতিটি স্থানে সুষম বণ্টন নিশ্চিত করে সমাজ থেকে বৈষম্য দূর করতে হবে। এ সময় রাষ্ট্র সংস্কার নিয়ে নিজ নিজ সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
নিজস্ব প্রতিবেদক, ২১ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur