ফরিদগঞ্জে যৌথবাহিনীর হাতে ১২২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। রোববার ১৮ মে সকালে ফরিদগঞ্জ পৌরসভার সদরস্থ উত্তর কাছিয়াড়া গ্রামের কালাম মিজি বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকারবারি আব্দুর রহমান (২৮)কে গ্রেফতার করা হয়। আব্দুর রহমান মিজি বাড়ির কালাম মিজির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জের চিহ্নিত মাদক কারবারি ও সেবনকারী আব্দুর রহমানের বাড়িতে সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।এসময় তার কাছ থেকে ১২২ পিস ইয়াবা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে আটক আব্দুর রহমান, জব্দকৃত ইয়াবা ও মোবাইল ফোনসহ ফরিদগঞ্জ থানা হেফাজতে পাঠানো হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, ইয়াবাসহ আটককৃত আব্দুর রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur