জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস ২২ জুন শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার ১৭ মে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ ও উপাচার্য অধ্যাপক ড.মো.রেজাউল করিম সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান।
পরে বিস্তারিত জানিয়ে জবি উপাচার্য বলেন, প্রথম বর্ষে ভর্তি শেষ পর্যায়ে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯৫ % শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। তৃতীয় মেরিট লিস্টের ভর্তি শেষ হয়েছে। চতুর্থ মেরিট লিস্টেই বাকি আসনগুলো পূর্ণ হয়ে যাবে। আশা করি, আমরাই ঈদের পরপরই প্রথম বর্ষের ক্লাস শুরু করতে পারবো।
চাঁদপুর টাইমস
১৮ মে ২০২৫
এজি
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur