মতলব প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) বিকাল চারটায় প্রেসক্লাব কার্যালয়ে সভার সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক আমির খসরু প্রধানিয়া।
ক্লাবের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সারওয়ার সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মু. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির, ফজলে রাব্বি ইয়ামিন, সদস্য মুজাহিদুল ইসলাম কিরণ, মোঃ জাহাঙ্গীর আলম, মাহফুজ মল্লিক, মোশারফ হোসেন তালুকদার, লোকমান হোসেন, আশরাফুল জাহান শাওলিন, সমীর ভট্টাচার্য বলু, সাইয়েদুল আরেফিন শ্যামল, মোঃ শরীফ উল্লাহ টিটু, ফয়সাল খন্দকার, আজিজুল হক দিপু, নিমাই ঘোষ, সোবহান ফারুক, সফিকুল ইসলাম রিংকু, আবু সায়েম, শিব শংকর দাস, খোরশেদ আলম প্রমুখ।
সভায় বর্তমান আহ্বায়ক কমিটির মেয়াদ উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সাথে সাংগঠনিক ও উন্নয়ন কর্মকান্ডের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৭ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur