Home / চাঁদপুর / জীবনে সফল হতে হলে ধৈর্যশীলতা ও একনিষ্ঠতার কোন বিকল্প নেই: মো. সাইদুর রহমান
জীবনে

জীবনে সফল হতে হলে ধৈর্যশীলতা ও একনিষ্ঠতার কোন বিকল্প নেই: মো. সাইদুর রহমান

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেছেন, জীবনে সফল হতে হলে সততা এবং পরিশ্রমীর পাশাপাশি ধৈর্যশীলতা ও একনিষ্ঠতার কোন বিকল্প নেই। কেবল ভালো অর্জন করলেই হবে না, এর সঠিক ব্যবহার করতে হবে। ছাত্রাবস্থায় জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হবে।

শনিবার (১৭ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাদক নিয়ন্ত্রণ ও সমাজ উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহযোগীতায় এবং একটি ম্যাগাজিন পত্রিকার আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, তোমরা এখন উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। ‌এখান থেকে তোমরা উচ্চশিক্ষা অর্জনে শ্ববিদ্যালয়ে যাবে। ‌‌ এতদিন বাবা-মায়ের গণ্ডির মধ্যে ছিলে। এরপর বাবা মায়ের কোল থেকে বড় জায়গায় যাবে। আমি মনে করি এখান থেকে তোমাদের আগামীর পথচলা শুরু হবে।

তিনি আরো বলেন, এখন তোমরা এমন উচ্চতায় আছো সেটি ধরে রাখা কঠিন। তোমাদের নির্ধারণ করতে হবে তোমরা নিচে নামবে না কি এই উচ্চতা ধরে আরো উচ্চস্তরে পৌঁছবে। যদি উচ্চতায় পৌঁছাতে চাও তাহলে লক্ষ্য স্থির করে এখন থেকেই পরিশ্রম করতে হবে। কোন অবস্থাতেই মাদকের সংস্পর্শে যাওয়া যাবে না। ‌কোন অপকর্মে নিজেকে জড়ানো যাবে না। তোমরা সুনাগরিক হয়ে উঠলে, তোমার বাবা-মা যেমন সুফল পাবে, তেমনি রাষ্ট্র বাংলাদেশও এর সুফল পাবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও সমাজসেবক আলহাজ্ব রাশেদা বেগম হীরা। প্রধান আলোচক ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ মো. এমএ হান্নান।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আবুল হান্নান রণি, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডা. এএমএম আনিসুর রহমান আউয়াল, মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব ডা. মো. সলিম উল্যাহ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সদস্য মোঃ. শফিকুল ইসলাম, সমাজ সেবক আব্দুল হাকিম মিয়াজী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ. নজরুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৭ মে ২০২৫