বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজনীতির দীর্ঘ পথচলায় গণতন্ত্র রক্ষায় আপোষহীন নেত্রীর তকমা পেয়েছেন। হয়ে উঠেছেন দলের রাজনৈতিক আদর্শ। সম্প্রতি মুরাদ নূরের সুরে “আপোষহীন নেত্রী” শিরোনামের একটি গান গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার। প্রবাসী সাংবাদিক ফরিদ আহমেদ রনির কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।
আপোষহীন নেত্রী প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, আমি জাতীয়তাবাদী পরিবারের সন্তান। ম্যাডামের প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা পারিবারিক থেকে ব্যক্তিগত পর্যায়ে পৌঁছেছে মনের অজান্তেই। মুরাদ নূর গানের পরিকল্পনা শেয়ার করতেই মুখিয়ে থাকি কখন ভয়েস দিবো, গানটি খুবই মনে ধরেছে। কথা-সুরের দারুণ মেলবন্ধন। শীঘ্রই আমরা গানটি প্রকাশ করবো।
সুরকার মুরাদ নূর বলেন, আমি বরাবরই কিংবদন্তী মানুষ নিয়ে গান বাঁধতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পারিবারিক ভাবে আমার জাতীয়তাবাদে বেড়ে উঠা; সৃষ্টিতে আবেগ ভালোবাসা একটু বেশি’ই, বেগম জিয়ার আপোষ না করার মানসিকতাই গানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গানটি জাতীয়তাবাদী আর্দশের মানুষের কাছে ঐতিহাসিক হয়ে উঠবে।
গীতিকার ফরিদ আহমেদ রনি বলেন, আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিলো ম্যাডামকে নিয়ে লিখবো, লিখে সুরকার মুরাদ নূরকে শেয়ার করি, তাঁর আন্তরিক সহযোগিতায় বিষয়টি পূর্ণাঙ্গ গান হয়ে উঠলো। একজন জাতীয়তাবাদী আদর্শের মানুষ হিসেবে ভীষণ গর্ব হচ্ছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে। শীঘ্রই একটি প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে “আপোষহীন নেত্রী” প্রকাশ করার ইচ্ছে রয়েছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৩ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur