চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই বছরের মুনতাসির নামে এক শিশু ও মাওলানা আবুল কালাম পাটওয়ারী (৬০) নামে সাবেক এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের একতা বাজারের ব্যবসায়ী ও রাজাপুর গ্রামের অধিবাসী বাকি বিল্লাহ এর পুত্র মুনতাসির (২) শুক্রবার (৯মে ২০২৫) দুপুরে পরিবারের সকলের অগোচরে পানিতে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে পানিতে ভেসে উঠলে দ্রুত তাকে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া পাটোয়ারী বাড়ির অবসর প্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল কালাম পাটোয়ারী বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুরে পুকুরে হাতমুখ ধোয়ার জন্য বাড়ির পাশের পুুকুরে গিয়ে আর ফিরে আসেন নি।
পরে তাকে সবাই খোঁজাখুঁজির পর পুকুরে দেখে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তিনি তাকে মৃত ঘোষণা করেন। আবুল কালাম পাটওয়ারী ওই বাড়ির মৃত খলিল পাটোয়ারীর ছোট ছেলে।
প্রতিবেদক: শিমুল হাছান,৯ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur