ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে থেকে ২৭ মে পর্যন্ত সাত দিন রেলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ সময় ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে।
এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলের পূর্বাঞ্চলের (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর দুইটার আগ পর্যন্ত চলবে।
দুপুর দুইটা থেকে পূর্বাঞ্চলের (খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগ) টিকিট বিক্রি শুরু হবে। ঈদ শেষে ঘরমুখো মানুষের ফেরার যাত্রার টিকিট বিক্রি ৩০ মে থেকে শুরু হবে।
রেলের কর্মকর্তারা নিজেরা বৈঠক করে প্রাথমিক সূচি তৈরি করেছেন। আগামী সোমবার বিদ্যুৎ ভবনে ঈদযাত্রা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে।
সেখানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন।
তবে নিজেদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মের টিকিট ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে, ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।
এ ছাড়াও ঈদ পরবর্তী ফেরত যাত্রার ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৩০ মে। তাই ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে প্রতিদিন ৪৩টি আন্তনগর ট্রেন ঢাকা থেকে ছেড়ে যাবে। এসব ট্রেনে মোট আসনসংখ্যা ৩৩ হাজার ৩১৫টি। অর্থাৎ প্রতিদিন ৩৩ হাজারের বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ৮ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur