চলতি বছর হজে গিয়ে সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট চারজন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
বুধবার (৭ মে) মো. শাহজাহান কবীর (৬০) মক্কায় মারা গেছেন। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। শাহজাহান কবীর বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।
অন্যদিকে হজ অফিসের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ৩৪ হাজার ৭৭৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখনো এক হাজার ৭৯৭ জন হজযাত্রীর ভিসা হয়নি।
৮ মে ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur