কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা শিশু একাডেমির আয়োজনে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। ৭মে বুধবার বিকেল ৪টায় জেলা শিশু একাডেমির মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণিরপ্রায় শতাধিক শিক্ষার্থীরা তিনটি গ্রুপে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট বিশাল দাস, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও লেখক কাদের পলাশ এবং মতলব দক্ষিণ উপজেলা নারায়ণপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মেদ। রচনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব ছিলেন লক্ষীপুর জেলার প্রাথমিক শিক্ষা অফিসের অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার আবদুল জলিল মিয়া ও চাঁদপুর জেলা শিশু একাডেমির আইসিবিসি প্রজেক্ট সহকারী প্রকল্প ব্যাবস্থাপক মোরশেদ আলী।সার্বিকভাবে প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন জেলা শিশু একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মোঃ গোলাম মোস্তফা।
আগামী ৮ মে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৭ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur