Home / চাঁদপুর / চাঁদপুর ডিসেন্ট কম্পিউটার এন্ড ক্রেস্ট হাউজের উদ্বোধন
ডিসেন্ট

চাঁদপুর ডিসেন্ট কম্পিউটার এন্ড ক্রেস্ট হাউজের উদ্বোধন

চাঁদপুরে ডিসেন্ট অফসেট প্রেস এর দ্বিতীয় শাখা ডিসেন্ট কম্পিউটার এন্ড ক্রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। ৭ মে বুধবার বাদ আছর শহরের গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে তালুদার প্লাজার নিচ তলায় ডিসেন্ট কম্পিউটার এন্ড ক্রেস্ট হাউজ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড়ো স্টেশন মাদ্রসার মুহতামিম এবং বড়ো স্টেশন মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সত্বাধিকারী ও ব্যাবস্থাপনা পরিচাক মোঃ হুমায়ুন কবির।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ষোলঘর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ লিয়াকত হোসাইন, বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলা সেক্রেটারী মোঃ আবুল কামলাম আজাদ, চাঁদপুর দারুল ফজল মাদ্রসার মুহতামিম হাফেজ কারী আবুল হাসানাত, বিপনীবাগ মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তফা আল হাসান, পাটওয়ারী বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আঃ ছালাম, মতলব মনিগাঁও মাদ্রাসার মুহতামিম মুফতি নাসিমুর রহমান। এছাড়া উক্ত এলাকার ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডিসেন্ট কম্পিউটার এন্ড ক্রেস্ট হাউজে এখন থেকে যেসব সেবা পাওয়া যাবে তার মধ্যে উলেখযোগ্য হলো, ভিজিটিং কার্ড, পোস্টার, লিফলেট, ক্যালেন্ডার, ডিজিটাল ব্যানার, স্টিকার, ভিনাইল, ক্রেস্ট প্রিন্ট, মগ প্রিন্ট, স্কুল মাদরাসার পকেট ব্যাজ, আইডি কার্ড, কলম চাবির রিং, বইি ম্যাগাজিন, বিয়ের কার্ড ইত্যাদি সুলভ মূল্যে পাওয়া যাবে।

স্টাফ রিপোর্টার, ৭ মে ২০২৫