চট্টগ্রামে আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহা সমাবেশ সফল করার লক্ষে মতলব দক্ষিণে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
৭ মে বুধবার বিকাল ৪ টায় মতলব কমিউনিটি সেন্টারে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক। মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও মগলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল আলম সূর্য।
এসময় অতিথিরা বলেন, চট্টগ্রামের তারণ্যের মহা সমাবেশ সফল করার লক্ষ্য যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা স্বতস্ফুর্ত অংশগ্রহন করবেন এটাই আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের প্রত্যাশা।তারেক রহমানের কঠোর বার্তা হচ্ছে, এবারের মহা সমাবেশ অন্যান্য সমাবেশের মতো নয়।এ সমাবেশে আগত সকল নেতাকর্মীদেরকে সমাবেশ স্থলে যাওয়ার পর সুশৃঙ্খল ভাবে অবস্থান করতে হবে এবং সমাবেশের প্রধান অতিথির বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত কোন নেতাকর্মী মাঠ ত্যাগ করতে পারবেন না। পুরো সমাবেশস্থলটি সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।তাই কোন নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
যৌথসভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাবের সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন ভুইয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়াজি, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাফেল মিয়া,নবীর হোসেন বাবু,পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির, যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবির দেওয়ান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক সরকার এলিন,পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবসহ যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur