Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় বিভিন্ন উপকার ভোগী পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ
পরিবারের

কচুয়ায় বিভিন্ন উপকার ভোগী পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ

চাঁদপুরের কচুয়ায় ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বিভিন্ন উপকার ভোগী পরিবারের সদস্যদের মাঝে ও পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র দগ্ধ ও প্রতিবন্ধী ঋন কার্যক্রমের আওতায় সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এলাকার শতাধিক গরীব-অসহায়, প্রতিবন্ধী পরিবারের প্রতি সদস্যদের মাঝে ৫০ হাজার টাকা করে ৫০লক্ষ টাকা ও সুদ মুক্ত ক্ষুদ্র ঋনের ৮লক্ষ ৭৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

কচুয়া উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ নাহিদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ রুহুল আমিন বাশির, মোঃ সাইফ উদ্দিন, কচুয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ মে ২০২৫