জনগণের প্রত্যাশা হলো নির্বাচন। তাই সংস্কারের থেকেও এখন নির্বাচন জরুরি’ বলে মন্তব্য করেছে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শনিবার বিকেলে বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল
হোসাইন কায়কোবাদ এসব কথা বলেন।
তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, সংস্কারের প্রয়োজন নেই। যারা নির্বাচিত হবে তাদের হাতে সংস্কার ছেড়ে দিন। মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মহিউদ্দিনের অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত জন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব
এফ এম তারেক মুন্সীসহ বিএনপির ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,৪ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur