Home / সারাদেশ / ভারতের ইটভাটায় বাংলাদেশি শ্রমিক!

ভারতের ইটভাটায় বাংলাদেশি শ্রমিক!

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্তের মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভারতে অভ্যন্তরে দুই কিলোমিটার ভিতরে আবদুল (৩০) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। আবদুল্লাহ নামের ওই ব্যক্তি ভারতের ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন।

পরের দিন আজ বুধবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আবদুলের বাবা গফুর আলী।

মলানী কোম্পানী কমান্ডারও বিষয়টি নিশ্চিত করেছেন ।

আটককৃত আব্দুল হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের বনগাঁও গ্রামের গফুরের ছেলে।

বিজিবি ও আবদুলের পরিবার জানায়, “ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভাটায় কাজ শেষে মঙ্গলবার দুপুরে সীমান্তের ৩৭১ এর ৫এস পিলার এলাকায় দেশে ফেরার সময় ভারতীয় ১৩৪ ব্যাটালিয়ন বিএসএফ জোয়ানরা সেদেশের অভ্যান্তরে দুই কিলোমিটার ভিতরে আবদুলবে আটক করে।”

কবিরুল ইসলাম কবির

।।  আপডেট ০৭:৩৫ পিএম ০৪ নভেম্বব, ২০১৫ বুধবার

ডিএইচ