চাঁদপুরে শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (২৮শে এপ্রিল) বিকালে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার নিয়মিত সমাজ সেবা মূলক কার্যক্রমের অংশ হিসেবে এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
চাঁদপুর পুরান বাজারের ২নং ওয়ার্ডের বাসিন্দা ফারহানা জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধি। যার সময় কাটে সারাক্ষণ ঘরে বসেই। বাহিরে আলো বাতাস থেকে বঞ্চিত। তার বাবা একজন নৌকা চালক। পারিবারিক চাহিদা মিটিয়ে আদরের মেয়ের জন্য আলাদা কিছু করার সামর্থ না থাকায় হুইল চেয়ার কিনতে পারছিলনা। বাবার এই আক্ষেপের কথা লোক মুখে শুনতে পায় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। খবর শুনেই হুইল চেয়ার নিয়ে ফারহানার বাড়িতে হাজির হন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক।
এ সময় তানিয়া ইশতিয়াক বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
সমাজের বিত্তবানদের প্রতি আমি আহ্বান জানাই, তারা যেন সাহায্যে এগিয়ে আসেন। তিনি আরো বলেন, বিজয়ী আমাদের ব্যক্তিগত ও শ্বশুর বাড়ির পারিবারিক অর্থায়ানে সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দরিদ্র ও দুস্থদের সহায়তায় আমরা বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ চাঁদপুর গড়তে চাই।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, টিম বিজয়ীর ভলেনটিয়ার বর্ষা আক্তার, রুবাইয়া আক্তার, নাসরিন আক্তারসহ এলাকার সুধীজন।
স্টাফ রিপোর্টার, ২৮ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur