চাঁদপুরের ফরিদগঞ্জের বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা এডহক কমিটির মনোনিত সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান রাজিয়াকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কমিটির অন্যান্য সদস্যরা।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসার
সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ-মাওলানা মো: মফিজুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান, অভিভাবক সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ এমরান হোসেন সোহেল খান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা সভাপতি সুলতানা রাজিয়া বলেন, শিক্ষার মান উন্নয়নে পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবকদের সমন্বয়ে নিরলস ভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৮ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur