চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (২৮ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।
উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র সুত্রধরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ জাবেদ হোসেন চৌধুরী।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সুবিধাভোগী ৩৯ জন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সুদ মুক্ত ক্ষুদ্রঋণের ১৮ লক্ষ ৮০ হাজার ৫০ টাকার চেক বিতরণ করা হয়। ঋণগ্রহীতারা ১০ কিস্তিতে উক্ত ঋণ পরিশোধ করবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur