Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেফতার
সাজাপ্রাপ্ত

ফরিদগঞ্জে সাজাপ্রাপ্ত পাঁচ আসামি গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ৫’জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম নির্দেশে এবং ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তীর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে অংশগ্রহণ করেন এসআই মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী, অসীম সিংহ, সঞ্জয় চক্রবর্তী ও এএসআই শাকিল রানা, মোঃ আহাল উল্যাহসহ পুলিশের একাধিক চৌকস টিম।

অভিযানে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আনোয়ার হোসেনকে এবং একই অভিযানে ২ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি শাকিব গাজী প্রকাশ শাকিলকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৪ মাসের সিআর সাজাপ্রাপ্ত আসামি মোঃ মুকসুদ আলমকে এবং ষোলদানা এলাকা থেকে ৬ মাসের সি-আর সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ রহমান কে গ্রেফতার করা হয়।

এছাড়াও রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে জি-আর মামলার আসামি মোঃ সজিবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম। তিনি আরো জানান, সাধারন মানুষের জানমাল রক্ষায় পুলিশ নিরলস ভাবে করে যাচ্ছে এবং থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর।

প্রতিবেদক: শিমুল হাছান, ২৮ এপ্রিল ২০২৫