কুমিল্লার বাঙ্গরায় বজ্রপাতে দু’কৃষক ও দু’স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ও বাঙ্গরা থানার অফিসার ইনচার্জ। সোমবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরুড়া পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং বিলাল হোসেন ছেলে মোহাম্মদ জিহাদ (১৪)। দু’জনই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
এ ছাড়া বাকি দু‘জন বাঙ্গরার কোরবানপুর এলাকার কৃষক। এরা হলেন : বাঙ্গরা থানার কোরবানপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫),মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখীল দেবনাথ (৬০)। এসময় সায়মন নামের ৭ বছরের এক শিশু আহত হয়েছে।
বরুড়ার পয়ালগচ্ছ গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান- সোমবার দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুঁড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দু’ ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
বাঙ্গরা এলাকার ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, দুপুরে দু’জন কৃষক মাঠে কাজ করেছিলেন। হঠাৎ বজ্রপাতে তারা মারা যান। বরুড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন,কোরবানপুর এলাকায় দু’জন কৃষক বজ্রপাতে মারা গেছেন। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
২৮ এপ্রিল ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur