Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে এনজিও’র মাসিক সমন্বয় সভা
হাইমচরে এনজিও’র মাসিক সমন্বয় সভা

হাইমচরে এনজিও’র মাসিক সমন্বয় সভা

‘এলাকার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে’

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আন্ত এনজিও’র মাসিক সমন্বয় সভায় বক্তারা বলেন, যে সকল এনজিওর ঋণ প্রকল্প রয়েছে তাঁদের স্বচ্ছতা ও জবাদিহিতা থাকতে হবে। যে কেউ ঋণের জন্যে এলে বিচার-বিশ্লেষণ করে ঋণ প্রদান করতে হবে। যাতে করে ঋণ আদায়কালে গ্রহীতাকে চাপের মুখে পড়তে না হয়। ঋণদানের মাধ্যমে এলাকার উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে।

৪ নভেম্বর বুধবার দুপুর ২টায় হাইমচর উপজেলা আন্ত এনজিও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ অলি, আশার ম্যানাজার মোঃ মিজানুর রহমান, উদ্দীপন হাইমচর শাখার ব্যবস্থাপক উজ্জ্বল মিয়া, ব্র্যাক ব্রাঞ্চ ম্যানেজার আউয়াল হোসেন পাটওয়ারী, মালেরহাট যুবসংঘের বশির মোল্লা, মোল্লাকান্দি যুবসংঘের ফজলুর রহমান ভূঁইয়া, ইউএসটির প্রতিনিধি জেমস গাইনসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ।

আলোচনাসভায় আশা’র ম্যানেজার মিজানুর রহমান জানান, আশা এনজিও মাইক্রোক্রেডিট ঋণ কর্মসূচির পাশাপাশি প্রাথমিক শিক্ষাকে শক্তিশালীকরণ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত আলোচনায় আগামী ২০১৬ সালের মধ্যে আশা স্বাস্থ্যসেবায় স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।

বিএম ইসমমাইল

 

|| আপডেট: ০৭:৪৬  পিএম, ০৪ নভেম্বর ২০১৫, বুধবার

এমআরআর